কলকাতা

রাজ্যে ওমিক্রনের থাবা, রাজ্যবাসীকে সতর্কতা থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

রাজ্যে এবার ওমিক্রনের থাবা। মুর্শিদাবাদের ফারক্কার সাত বছরের এক শিশু আক্রান্ত হল করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনে। এর পরেই রাজ্যবাসীকে কড়া ভাষায় সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘‌ওমিক্রণ খুব বেশি ভয়ংকর নয়। তবে আপনারা সকলে সতর্ক থাকুন।’‌ পুরভোটের প্রচারে ফুলবাগানে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই এই ওমিক্রন নিয়ে সতর্ক করলেন মমতা। বললেন, ‘‌এবার ওমিক্রন শুরু হয়েছে। আবু ধাবি থেকে একজন হায়দরাবাদ হয়ে কলকাতা এসেছে। একজন রোগী বিমানে থাকলে বাকি প্যাসেঞ্জাররা তার সংস্পর্শে আসছে। তারপর তারা বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে মিশছে। ওমিক্রন মারাত্মক কিছু নয়। কিন্তু এটা ছোঁয়াচে অনেক বেশি। খুব বেশি ছড়িয়ে পড়ে। তবে আমরা কোভিডের মোকাবিলা করেছি। ম্যালেরিয়া, ডেঙ্গু সবকিছু মোকাবিলা করেছি। শুধু এটাই বলব, আপনারা সতর্ক থাকুন।’‌   উল্লেখ্য, কয়েকদিন আগেই হায়দরাবাদ থেকে ফিরেছিল আক্রান্ত শিশুটি। তবে বর্তমানে কালিয়াচকে এক আত্মীয়ের বাড়িতে রয়েছে সে। ১০ ডিসেম্বর আবু ধাবি বিমানবন্দর থেকে হায়দরাবাদ বিমানবন্দরে এসেছিল ওই শিশু ও তার পরিবারের সদস্যরা। সেখানেই ওই শিশুর করোনা রিপোর্ট পজিটিভ আসে। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় নমুনা। দেখা যায় সে ওমিক্রনে আক্রান্ত। তারপর নিজেদের গাড়িতেই ফিরেছিল শিশু ও তার পরিবার।