১৮ নয়, মেয়েদের বিয়ে করার ন্যূনতম বয়স হোক ২১ বছর ৷ এই প্রস্তাবকে আইনি স্বীকৃতি দিতে আরও এক ধাপ এগোল কেন্দ্রীয় সরকার ৷ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা মেয়েদের বিয়ের জন্য ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার প্রস্তাবে সম্মতি দিয়েছে ৷ এই নয়া প্রস্তাব কার্যকর করতে গেলে সরকারকে তিনটে আইনে পরিবর্তন করতে হবে। Prohibition Of Child Marriage Act, Special Marriage Act, Hindu Marriage Act-এ পরিবর্তন করতে হবে। এই বিষয়ে আগেই একটি টাস্ক ফোর্স তৈরি করেছে কেন্দ্র। নীতি আয়োগের তরফে যার মাথায় রয়েছেন জয়া জেটলি, স্বাস্থ্যমন্ত্রকের তরফে রয়েছেন ভি কে পল। এছাড়া নারী ও শিশুকল্যাণ মন্ত্রক, আইন মন্ত্রকের সদস্যরও কমিটিতে রয়েছেন। সেই টাস্ক ফোর্সের পরামর্শ ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় জমা পড়েছে। গুলোও মেনেই প্রস্তাবে এনেছে কেন্দ্র। ১৮ বছর বয়সে বিয়ে হলে মেয়েদের নানান ধরনের শারীরিক সমস্যায় পড়তে হয়। অপুষ্টিজনিত সমস্যা দেখা দেয়, সন্তানধারনে সমস্যা হয়। সেজন্য আইন এনে সমাধান করতে চায় সরকার।