জেলা

বাঘরোল দেখে আতঙ্কিত বাগনানের বাসিন্দারা

আহত বাঘরোল দেখে বাঘের আতঙ্ক ছড়াল ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে বাগনানের কপালি পাড়ায়।  যদিও পরে পরিবেশকর্মী চিত্রক প্রামানিক ঘটনাস্থলে পৌঁছে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন আহত পশুটি বাঘ নয়। এটা একটি বাঘরোল। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কপালি পাড়ার বাসিন্দারা জাতীয় সড়কের পাশে আহত অবস্থায় বাঘরোলটিকে পড়ে থাকতে দেখেন। নিমেষেই বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দলে দলে মানুষ ভিড় করতে থাকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পরিবেশকর্মী চিত্রক প্রামানিক। তিনি বাসিন্দাদের বিভিন্ন ছবি দেখিয়ে আশ্বস্ত করেন এটি বাঘ নয়। এটি আসলে বাঘরোল। এরপর বন দপ্তরে খবর দেওয়া হলে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত বাঘরোলটি উদ্ধার করে নিয়ে যায়।