বিদেশ

মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সম্মানীয় অতিথি হিসেবে বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ ভারতের রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি এম আব্দুল

হামিদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ একাধিক মন্ত্রী, কূটনীতিক ও আরও অনেক অতিথি ৷ এদিকে বৃহস্পতিবার মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বাংলাদেশের রাষ্ট্রপতি হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে

জাতীয় স্মৃতিসৌধে যান ৷ সেখানে মুক্তিযুদ্ধে শহিদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ৷ পাকিস্তানের বিরুদ্ধে সেই লড়াইয়ে ভারতের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ ৷ তাই মুক্তিযুদ্ধ জয়ের লড়াইয়ে ভারতের তিনবাহিনীর ১২২ জন জওয়ানও অংশ নিয়েছেন এই

কুচকাওয়াজে ৷ ভারতীয় সেনা যখন কুচকাওয়াজ করল, তখন উপস্থিত দর্শকরা তুমুল হর্ষধ্বনিতে তাদের স্বাগত জানিয়েছেন ৷ গতকাল, বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এই প্রথম তিনি বাংলাদেশে গিয়েছেন ৷ তাঁর

এবারের বাংলাদেশ সফর তিনদিনের ৷ করোনার পর তিনি এই প্রথম বিদেশ সফর করছেন৷  তিনি ১৯৭১ সালের মিগ-২১ এর একটি প্রতিকৃতি তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের হাতে ৷ ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, আসল যুদ্ধবিমানটি রয়েছে বাংলাদেশের জাতীয় সংরক্ষণালয়ে ৷