ধর্ষণ যখন হবেই, তখন শুয়ে তা উপভোগ করা উচিত, এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন কর্নাটক বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা কংগ্রেস নেতা কে আর রমেশকুমার ৷ বৃহস্পতিবার শীতকালীন অধিবেশন চলাকালীন তিনি এই পরামর্শ দেন অধ্যক্ষকে৷ পরে অবশ্য ক্ষমা চেয়ে টুইট করেছেন রমেশকুমার ৷ এরই মধ্যে প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস বিধায়ক রমেশকুমার নাক গলিয়ে বলে ওঠেন, “দেখুন, একটা কথা প্রচলিত আছে ৷ যখন ধর্ষণ নিশ্চিত, তখন শুয়ে পরে তা উপভোগ কর ৷ আপনি ঠিক এমনই একটা অবস্থায় রয়েছেন ৷” তবে টুইটে ক্ষমা চেয়ে নিয়েছেন কংগ্রেস নেতা রমেশকুমার ৷ তিনি লিখেছেন, “আমি ভিতর থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ ‘ধর্ষণ’ বিষয়ে আমি বিধানসভায় বৈষম্যমূলক এবং অসতর্ক মন্তব্য করেছি ৷ আমি ব্যাপারটাকে তুচ্ছ করে দেখিনি বা এই জঘন্য অপরাধকে হালকা চালে নিইনি ৷ কিন্তু হঠাৎ এমনটা বলে ফেলেছি ৷ এবার থেকে আমি সচেতন থাকব ৷”
I would like to express my sincere apologies to everyone for the indifferent and negligent comment I made in today’s assembly about “Rape!” My intention was not trivialise or make light of the heinous crime, but an off the cuff remark! I will choose my words carefully henceforth!
— K. R. Ramesh Kumar (@KRRameshKumar1) December 16, 2021
#WATCH| "…There's a saying: When rape is inevitable, lie down&enjoy," ex Karnataka Assembly Speaker & Congress MLA Ramesh Kumar said when Speaker Kageri, in response to MLAs request for extending question hour, said he couldn't& legislators should 'enjoy the situation' (16.12) pic.twitter.com/hD1kRlUk0T
— ANI (@ANI) December 17, 2021