কলকাতা

প্রাথমিক শিক্ষায় দেশের শীর্ষে বাংলা, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের রিপোর্টের ভিত্তিতে এই সম্মান

রাজ্যের মুকুটে নতুন পালক। প্রাথমিক শিক্ষায় দেশের শীর্ষে বাংলা ৷ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের তরফে পশ্চিমবঙ্গকে এই সম্মান দেওয়া হয়েছে ৷ ফলে কলকাতা পৌরভোটের আগে রাজ্য সরকারের মুকুটে ফের একটি স্বীকৃতি যুক্ত হল ৷ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই টুইটে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক, শিক্ষাকর্মী এবং অভিভাবকদের ৷ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরামর্শদাতা পরিষদের যে সাম্প্রতিক রিপোর্ট তৈরি করা হয়েছে ৷ সেখানে ৪১টি পয়েন্ট এবং পাঁচটি প্যারামিটার বিশ্লেষণ করা হয়েছে ৷ শিক্ষার পরিকাঠামো, সুযোগ, মৌলিক স্বাস্থ্য, শিক্ষার ফলাফল এবং পরিচালন ব্যবস্থা ৷ এই পাঁচটি মানদণ্ডে বিচার বিশ্লেষণ করেই রাজ্যকে সেরা হিসাবে বেছে নেওয়া হয়েছে ৷ এ দিন মূলত ছোট রাজ্য, বড় রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং উত্তর-পূর্বের রাজ্যকে আলাদা আলাদা ভাগ করে বিশ্লেষণ করা হয়েছে ৷ বড় রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ শীর্ষস্থান দখল করেছে ৷ এ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রাপ্ত নম্বর প্রায় ৫৮ শতাংশ ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর টুইট করে রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী এবং অভিভাবকদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ একইসঙ্গে প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন তিনি ৷