পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার ৷ পেগাসাস তদন্তে বঙ্গের মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার যে তদন্ত কমিশন গঠন করেছিল, তার উপর স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত ৷ ওই কমিশনকে নোটিসও দিয়েছে সুপ্রিম কোর্ট। পেগাসাস কাণ্ডে ২ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছিল পশ্চিমবঙ্গ সরকার ৷ সেই কমিশনের উপরই স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট ৷ যদিও পশ্চিমবঙ্গ সরকার শীর্ষ আদালতকে আগেই জানিয়েছিল যে এই কমিশন আর তদন্তের কাজে এগোবে না ৷