পুরভোটে তৃণমূল ১৩৫টি আসন দখল করবে বলে আগাম জানিয়ে দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ছিল ভোট প্রচারের শেষ দিন। শেষ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন একটি রোড শো। রোড শো শুরু হয় দক্ষিণ কলকাতার প্রসিদ্ধ অঞ্চল বালিগঞ্জ থেকে। শেষ হয় কালিঘাটে। পরে সেখানে তিনি দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেন। শেষ দিনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন অত্যন্ত আত্মপ্রত্যয়ী। জানিয়ে দিলেন আসন্ন পুরভোটে ঘাসফুল শিবির ১৩৫টি আসনে জিতবে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গত পাঁচ বছরে শহরবাসী দেখেছে তৃণমূল পরিচালিত পুরসভা কতটা কাজ করেছে। তৃণমূল মানেই উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে শহরে বয়ে গিয়েছে উন্নয়নের জোয়ার। পুরসভা বিগত বছরে যে কটি প্রকল্প গ্রহণ করেছে, তার প্রতিটি সময়মতো শেষ হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গিয়েছে প্রকল্প। সেই উন্নয়নের নিরিখে শহরবাসী ফের তৃণমূলকেই ক্ষমতা ফেরাবে। কর্মীদেরও এদিন সতর্ক করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন ভোটের দিন কোনো অবস্থাতেই জোরজবরদস্তি চলবে না। যদি দলের একজনের বিরুদ্ধে জোরজবরদস্তি করার অভিযোগ ওঠে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। দল যে এই সব নেতাদের সঙ্গে কোনও সমঝোতা করবে না, সেটা কাটা-কাটা কথায় বুঝিয়ে দিলেন দলের তরুণ-তুর্কি নেতা।