দেশ

এবার অগ্নি প্রাইম মিসাইলের সফল পরীক্ষা চালাল ভারত

আণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি পি’-র সফল উৎক্ষেপণ করল  ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ, ডিআরডিও ৷  ওড়িশার বালাসোর উপকূলে এই পরীক্ষা চালানো হয়। অগ্নি শ্রেণীর মিসাইলের এটি উন্নত রূপ হল অগ্নি-পি। এটি একটি ক্যানিস্টারাইজড মিসাইল, যার পাল্লা ১ হাজার থেকে ২ হাজার কিমি। সরকারি তরফে জানানো হয়েছে, পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই অগ্নি প্রাইম মিসাইলে অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। নির্ভুল ভাবে সমস্ত লক্ষ্যপূরণ করেছে।

অগ্নি পি দ্বিস্তরীয় চেম্বার বিশিষ্ট পোক্ত প্রোপেলান্ট ব্যালিস্টিক মিসাইল ৷ যার মধ্যে দু’টি রেডানডান্ট নেভিগেশন ও গাইডেন্স সিস্টেম রয়েছে ৷ এই পরীক্ষাটি করা হয়েছে আজ সকাল ১১টায় ৷ ডিআরডিও-র তরফে বলা হয়েছে, ‘‘বিভিন্ন টেলিমিটার, ব়্যাডার, ইলেক্ট্রো অপটিক্যাল স্টেশন এবং পূর্ব সমুদ্র উপকূলে ডাউনরেঞ্জ জাহাজ মোতায়েন করা হয়েছিল অগ্নি পি’র গতিপথ এবং অন্যান্য প্যারামিটারগুলিতে নজর রাখার জন্য ৷ এই মিসাইলিটি টেক্সটবুক ট্র্যাকজেক্টরি মেনে এবং মিশনের সবরকম প্যারামিটারের সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চক্ষমতার সঙ্গে উৎক্ষেপণ করা হয়েছে ৷’’   দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য এই মিসাইলটির উৎক্ষেপণ করা হল এদিন ৷ আর এই ধাপেও সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার সঙ্গে সবরকম উন্নতমানের টেকনোলজির সাহায্যে অগ্নি পি’র উৎক্ষেপণ করা হয়েছে ৷ মাটি থেকে মাটিতে আঘাত করতে সক্ষম এই ব্যালিস্টিক মিসাইলটির রেঞ্জ ১ হাজার থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত ৷ অগ্নি পি’র সফল উৎক্ষেপণের পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও’কে শুভেচ্ছা জানিয়েছেন ৷ আর সেই সঙ্গে দুর্দান্ত এই সাফল্যের জন্য নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন ৷ সেই সঙ্গে ডিআরডিও’র চেয়ারম্যান ডক্টর জি সতীশ রেড্ডি পুরো ডিআরডিও দলের অক্লান্ত পরিশ্রমের জন্য তাঁদের প্রশংসা করেছেন ৷