মহারাষ্ট্রে নতুন করে ওমিক্রনে আক্রান্ত ৮ জন। ফলে এই মুহূর্তে মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০। অন্যদিকে কেরলে ওমিক্রনে আক্রান্ত ২ জন। ফলে এই মুহূর্তে গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১১। ফলে করোনার এই নয়া প্রজাতি যে হু হু বাড়তে শুরু করেছে গোটা দেশে, তা স্পষ্ট। ফলে এই মুহূর্তে যেমন জনবহুল জায়গায় যেতে নিষেধ করা হয়েছে, তেমনি প্রয়োজন না হলে যাতে কেউ ভ্রমণ না করেন, সে বিষয়েও জারি করা হয়েছে সতর্কতা। ওমিক্রনের হাত থেকে রক্ষা পেতে প্রত্যেককে করোনার টিকা নিতে হবে। টিকার পাশাপাশি ঘরের বাইরে বের হলে যেমন মাস্ক পরতে হবে, তেমনি বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। কোভিড বিধি মেনে চললে, তবেই ওমিক্রনের হাত থেকে নিস্তার সম্ভব। শুক্রবার এভাবেই সতর্ক করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। এসবের পাশাপাশি খুব প্রয়োজন না হলে কেউ যেন এই মুহূর্তে এক জায়গা থেকে অন্য জায়গায় না যান। অর্থাৎ ভ্রমণ এড়িয়ে চলুন এবং প্রয়োজন ছাড়া জনসমাগম থেকে দূরে থাকুন বলেও সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।