নবান্নের কাছে উল্টে গেল ছাই বোঝাই কন্টেনার। শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ কোনা এক্সপ্রেস হয়ে একটি কন্টেনার দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার দিকে আসছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে কন্টেনারটি। তারপরেই উল্টে যায় সেটি। নীচে চাপা পড়ে আটকে যায় এক পথচারী। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। ফ্লাই অ্যাশ ভর্তি থাকায় প্রচণ্ড ভারী ছিল
কন্টেনারটি। যার ফলে সেটি সরাতে বেশ খানিকটা সময় লাগে। তিনটি হাইড্রা দিয়ে লরিটি তুলতে গেলে তার ছিঁড়ে যায়। ক্রেনের জন্য বন্দরে খবর দেওয়া হয়। তারপর অবশ্য হাইড্রার সাহায্যে কন্টেনারের ওপরের অংশ তুলে পথচারীকে উদ্ধার করা হয়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে উদ্ধার হন ওই পথচারী। গুরুতর জখম অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।