কলকাতা

শান্তিপূর্ণভাবে ভোট করাতে ব্যর্থ পুলিশ-প্রশাসন, অভিযোগে দুপুরে পথে নামছে বিজেপি

সবদিক থেকে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে দফায় দফায় বৈঠক করেছে রাজ্য নির্বাচন কমিশন  ৷ নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনও রকম খামতি না থাকে তাই কোমর বেঁধে নেমেছিল পুলিশ-প্রশাসনও । তা সত্ত্বেও কিছু বুথে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে ৷ তারপরেই রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা পৌরনিগম নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও কলকাতা পুলিশ যৌথভাবে প্রহসন চালিয়েছে । নির্বাচন কমিশন কাঠের পুতুলে পরিণত হয়েছে । এই দাবিতে দুপুর ১টা থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল বিজেপি । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমরা দুপুর ১টা থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হব ৷”