দেশ

মমতার দেখানো পথেই এবার মোদি, উত্তরপ্রদেশে মহিলাদের ক্ষমতায়নের লক্ষে দিচ্ছেন মোট ১ হাজার কোটি টাকা

 মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভরসা সেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’। মঙ্গলবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহিলাদের ক্ষমতায়নের লক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোট ১ হাজার কোটি টাকা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে দেবেন বলে জানা গিয়েছে। বিজেপি সরকারের দাবি, প্রধানমন্ত্রীর এই বিনিয়োগে উপকৃত হবেন প্রায় ১৬ লক্ষ মানুষ। প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে জানা গিয়েছে, দীনদয়াল অন্ত্যোর্দয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবনযাত্রা মিশনের অধীনে মোট ৮০ হাজার স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে ১.১০ লক্ষ টাকা করে পাঠানো হবে। এছাড়া ৬০ হাজার স্বনির্ভর গোষ্ঠীকেও ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। হাতে আর মাত্র একমাস। তারপরেই আগামী বছরে ফেব্রুয়ারিতেই উত্তরপ্রদেশে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই রাজ্যবাসীকে তুষ্ট করতে ইতিমধ্যেই আটঘাট বেঁধে মাঠে নেমেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  এদিন মোদি বলেন, কন্যা সুমঙ্গলা স্কিম সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন বেশিরভাগ সুবিধাভোগী সেই মেয়েরা যাদের কিছুকাল আগে পর্যন্ত অ্যাকাউন্টও ছিল না। কিন্তু আজ, তাদের ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ক্ষমতা রয়েছে। এখন, ইউপির মেয়েরা তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগের সরকারগুলোকে আবার ক্ষমতায় আসতে দেবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ইউপিতে ৩০ লক্ষেরও বেশি বাড়ি তৈরি করা হয়েছে। প্রায় ২৫ লক্ষ বাড়ি মহিলাদের নামে নথিভুক্ত করা হয়েছে। প্রজন্ম ধরে মহিলাদের এখানে কোনও সম্পত্তি ছিল না। কিন্তু আজ তারা পুরো বাড়ির মালিক। এটাই সত্যিকারের নারীর ক্ষমতায়ন।