দেশ

হলদিয়া আইওসি-র ঘটনার তদন্ত হবে, আশ্বাস পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি-র

আজ হলদিয়ার তেল সংশোধনাগার সংস্থার টাওয়ারে লাগা বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তিন শ্রমিকের ৷ আগুনের পুড়ে আহত হয়েছেন ৪৪ জন ৷ তাঁদের মধ্যে অনেকে গুরুতর আহত ৷ এমনকী মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তবে কী কারণে এই ঘটনা তা স্পষ্টভাবে জানাতে পারেনি হলদিয়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ৷ ঘটনার কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হবে জানিয়ে টুইট করলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি ৷ হলদিয়ার ঘটনায় দুটি টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি ৷ তিনি লেখেন, “হলদিয়া রিফাইনারিতে আগুনের ফুলকি লেগে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে ৷ এতে তিনটি মূল্যবান জীবন ঝরে গিয়েছে। আর ৪৪ জন মানুষ পুড়ে আহত হয়েছেন ৷ কয়েকজন আহতকে হলদিয়া রিফাইনারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷”  পরের টুইটে আগুন লাগার ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী ।