কলকাতা

কলকাতা পুরভোটে রিগিংয়ের অভিযোগে গ্রেপ্তার ১, অভিযুক্তর দাবি মকপোলের সময় ভিডিওটি করা হয়েছিল

কলকাতা পুরভোটে রিগিংয়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বড়তলা থানার পুলিস। ধৃতের নাম গৌরব দাস(৩৩)। তিনি অরবিন্দ সরণীর বাসিন্দা। জানা গিয়েছে, অভিযোগকারী হোয়াটসআপে একটি ভিডিও পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে সনাক্ত করেন। ভিডিও-টিতে দেখা যায়, অভিযুক্ত একটি ভোটগ্রহণ কেন্দ্রে বার বার ইভিএম-এর বোতাম টিপে  নির্দিষ্ট প্রতীকে ভোট দিচ্ছেন। যদিও অভিযুক্ত গৌরব দাসের দাবি, মকপোলের সময় এই ভিডিওটি করা হয়েছে। তার বক্তব্য যাঁচাই  করবে পুলিস। কী উদ্দেশ্যে, কাদের প্ররোচনায় সে এই কাজ করেছে, তা জানার চেষ্টা করছে গোয়েন্দারা । প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর একাধিক তথ্য উঠে এসেছে । জেরায় পুলিশকে সে দাবি করেছে, মক পোলিং-এর সময় সে কী ভাবে ভোট দিতে হয়, সেটাই দেখাচ্ছিল আর সেই ছবি নাকি ভাইরাল হয়ে গিয়েছে । এ বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে । তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । পাশাপাশি পুলিশকে দেওয়া বয়ান কতটা সত্য, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা ।