গতকাল অগ্নিকাণ্ডের জেরে হলদিয়ার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) তিন শ্রমিকের মৃত্যু হয় ৷ সেই নিয়ে বুধবার আইওসি গেটের সামনে দফায়-দফায় বিক্ষোভ দেখাচ্ছেন কারখানার অস্থায়ী শ্রমিকেরা। মূলত মৃত শ্রমিকদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দফায়-দফায় বিক্ষোভ দেখান তাঁরা। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য কারখানা যে শাট ডাউন করা হয়েছে, সেটি অবিলম্বে খোলারও দাবি তুলেছেন তাঁরা। বিক্ষোভ শামিল হয় তৃণমূলের সংগঠনও ৷ বিক্ষোভকারীরা মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার দাবি তুলেছে৷ এই ঘটনায় ৪৪ জন আহত হয়েছেন ৷ তাঁদেরও ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়েছে তৃণমূলের ওই সংগঠনের পক্ষ থেকে ৷ তাদের দাবি, মৃতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা করে দিতে হবে ৷ আর পরিবারের একজনকে চাকরি দিতে হবে ৷ এছাড়া আহতদের ১০ লক্ষ টাকা করে দিতে হবে বলেও তারা দাবি তুলেছে ৷ জানা গিয়েছে, হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে, তাঁরা কারখানার অস্থায়ী শ্রমিক ছিলেন। এখনও পর্যন্ত তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কিছু ঘোষণা করেনি আইওসি কর্তৃপক্ষ। তাই সহকর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এদিন সকাল থেকে কারখানার যে ইউনিটে আগুন লেগেছিল, সেই ইউনিটের অস্থায়ী শ্রমিকেরা সেখানে গিয়ে ভিড় জমান। দফায়-দফায় বিক্ষোভও দেখান তাঁরা। যদিও পুলিশ মোতায়েন থাকায় বিক্ষোভ বড় আকার নেয়নি। টানা বিক্ষোভের পর মৃত শ্রমিকদের পাশে দাঁড়াল কর্তৃপক্ষ। মৃতদের পরিবারকে মোট ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিতে রাজি হয়েছে তারা। কর্তৃপক্ষের সংঙ্গে আলোচনার পর বুধবার দুপুরে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র। মন্ত্রী জানান, “কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরই রিফাইনারি কর্তৃপক্ষ ৫ লক্ষ টাকা এবং ঠিকা সংস্থা আরও ৫ লক্ষ টাকা, মোট ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করতে রাজি হয়েছে।”