অবশেষে উদ্ধার হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র। চুরি যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এই অস্ত্র উদ্ধার করেছে। কোচবিহার থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে বলে এসটিএফ সূত্রে জানা গেছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র গুলি হল দুটি গ্লক পিস্তল ও দুটি ম্যাগাজিন-সহ ২০টি নাইন এমএম গুলি। ধৃত তপন বর্মন একজন ব্যাগ ছিনতাইকারী বলে জানা গেছে।
সূত্রের খবর, বুধবার অসম থেকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ডিউটি সেরে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রসে যখন অ্যাসিস্ট্যান্ট-সাব-ইনস্পেক্টর পদমর্যাদার ওই আধিকারিক ফিরছিলেন তখন পথে নিউ কোচবিহার স্টেশনে তাঁর ব্যাগটি চুরি যায়। বিষয়টি টের পেয়েই রেল পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। রেল পুলিশের সঙ্গে তদন্তে নামে এসটিএফ। এরপরেই নির্দিষ্ট সূত্র মারফত খবর পেয়ে অসমের কোঁকড়াঝাড় থেকে তপনকে ধরা হয়। এরপর তাকে জেরা করেই বৃহস্পতিবার মেলে খোওয়া যাওয়া ব্যাগ ও অস্ত্র। ঠিক কোথা থেকে এই চুরি যাওয়া অস্ত্র উদ্ধার হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে এসটিএফ কিছু না জানালেও রেল পুলিশের একটি সূত্র জানিয়েছে, কোচবিহার স্টেশন সংলগ্ন একটি পুকুরের ধার থেকে এগুলি পাওয়া গেছে। পুলিশের ধারণা ধৃত যখন ব্যাগ খুলে এই আগ্নেয়াস্ত্র দেখতে পায় তখন ভয়ে সে সেগুলি ফেলে দেয়। যদিও তাকে জেরা করা হচ্ছে।