কলকাতা

‘আগেরবার বলতে দেওয়া হয়নি’, আগামীকাল মোদির ডাকা বৈঠকে থাকছেন না ‘অপমানিত’ মমতা

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা ভার্চুয়াল বৈঠকে যোগ দিলেও কথা বলার কোনও সুযোগই পাননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে শুধু অন্যদের কথা শুনে গিয়েছেন তিনি। আর ওই অপমান কিছুতেই ভুলতে পারছেন না বাংলার প্রশাসনিক প্রধান। তাই আগামিকাল ঋষি অরবিন্দের সার্ধশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এক বৈঠকের মধ্যেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ওই সিদ্ধান্ত দিল্লিকে জানিয়ে দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই প্রথম নয়, আগেও একাধিকবার প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিয়ে কথা বলার সুযোগ পাননি মমতা। কিন্তু সৌজন্য দেখাতে অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে বুধবার স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিয়েছিলেন। কিছু পরামর্শও জানানোর পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সেই সুযোগ হয়নি। নিজের ‘মোসাহেব’ হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডিদের বলার সুযোগ দিয়েছেন মোদি।