তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং। জিটিএ নির্বাচনের আগেই তৃণমূলে যোগ দিলেন বিনয় তামাং। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু এবং মলয় ঘটকের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। গোর্খা জনমুক্তি মোর্চার অন্যতম নেতা বিনয় তামাং গত জুলাই মাসে গোর্খা জনমুক্তি মোর্চা থেকে পদত্যাগ করেন। এরপরে দীর্ঘদিন তিনি রাজনীতি থেকে দূরে ছিলেন। এই ঘটনার দীর্ঘ প্রায় পাঁচ মাস পরে শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন রাজ্যের শাসকদল তৃণমূলে। তৃণমূলে যোগ দিয়ে বিনয় তামাং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি। তিনি আরও বলেন, জাতীয় দলে যোগ দিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন করতে চান।
উল্লেখ্য, গোর্খা জনমুক্তি মোর্চার অন্যতম নেতা বিনয় তামাং গত জুলাই মাসে গোর্খা জনমুক্তি মোর্চা থেকে পদত্যাগ করেন। এরপরে দীর্ঘদিন তিনি রাজনীতি থেকে দূরে ছিলেন। এই ঘটনার দীর্ঘ প্রায় পাঁচ মাস পরে শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রাজ্যের শাসকদল তৃণমূলে।