কলকাতা

সারদা দেবীর ১৬৯ তম শুভ জন্মতিথিতে বিশেষ পুজো, বেলুড় ও বাগবাজারের মায়ের বাড়িতে ভক্ত সমাগম

বাগবাজারে মায়ের বাড়িতে সকাল থেকে ভক্তদের ভিড়। আজ শ্রীশ্রী মা সারদা দেবীর ১৬৯ তম জন্মতিথি। এদিন জন্মতিথি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ পুজো-প্রার্থনার। হবেহোম-যজ্ঞও। বাগবাজারে মায়ের বাড়িতে পাশাপাশি রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত কেন্দ্রেই এই দিনটি পালিত হচ্ছে। এছাড়া বেলুড় মঠেও আজ সারদা মায়ের জন্মতিথি উৎসব পালন করা হচ্ছে। আজ সারদাদেবীর জন্মতিথি উপলক্ষে ভক্তদের জন্য পুনরায় খোলা হল বেলুড় মঠ। কয়েকদিন আগেই আজকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা রাখার কথা জানায় বেলুড় মঠ কর্তৃপক্ষ। করোনা আবহে এবারও ভক্ত সমাগমে কোপ।   আজ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৩টে ৩০মিনিট

থেকে থেকে ৫টা পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকবে। তবে মন্দিরে বসে নয়, পুজো দিয়ে, প্রসাদ নিয়ে বেরিয়ে যেতে হবে। শ্রীমায়ের জন্মতিথি উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান অনলাইনে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।শ্রীমায়ের মন্দিরে মঙ্গলারতি দিয়ে সূচনা হয়। এরপর সারাদিন ধরে নানা ধর্মীয় অনুষ্ঠান, বেদপাঠ, স্তবগান ভজন পরিবেশন করা হবে। সকালে বিশেষ পুজো হয়েছে। এরপর হোম হবে। নাটমন্দিরে মাতৃসঙ্গীতের আয়োজন করা হয়েছে। বিকেলে ধর্মসভা হবে। এরপর সন্ধ্যারতি।