দেশ

‘আমিই বুস্টার ডোজের পরামর্শ দিয়েছিলাম, কেন্দ্র সেটা মেনেছে’, দাবি রাহুলের

দেশে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হতে চলেছে ৷ বড়দিনে এই বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ তবে তাঁর দাবি, বুস্টার ডোজ চালু করার পরামর্শ তাঁরই ছিল ৷ কেন্দ্র তাঁর সেই পরামর্শ মেনে নিয়েছে ৷ বড়দিনের রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, আগামী বছর ১০ জানুয়ারি থেকে দেশে করোনার ‘প্রিকশন ডোজ’  দেওয়া হবে ৷ প্রথমে এই ডোজ পাবেন কো-মর্বিডিটি রয়েছে এমন ষাটোর্ধ্ব নাগরিকরা এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা ৷ তবে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে বুস্টার ডোজ নেওয়ার জন্য চিকিৎসকদের প্রেসক্রিপশন দেখাতে হবে ৷ মোদির এই ঘোষণার পরদিনই টুইটে এই সিদ্ধান্তকে স্বাগত জানান রাহুল গান্ধি ৷ বুস্টার ডোজ চালু করার পরামর্শ যে তাঁরই ছিল সে কথা মনে করাতে তাঁর এই সংক্রান্ত আগের পোস্টটি তুলে ধরেন তিনি ৷ তাঁর ২২ ডিসেম্বরের পোস্টে লেখা ছিল, “জনসংখ্যার অধিকাংশই এখনও টিকা পাননি ৷ কবে কেন্দ্রীয় সরকার বুস্টার ডোজ চালু করবে ?” আজ সকালে এই পোস্ট তুলে ধরে রাহুল লেখেন, “আমি যে বুস্টার ডোজের পরামর্শ দিয়েছিলাম, কেন্দ্রীয় সরকার তা গ্রহণ করেছে ৷ এটা সঠিক পদক্ষেপ ৷ টিকা ও বুস্টারের সুরক্ষা দেশের মানুষের কাছে পৌঁছনো উচিত ৷”