ওমিক্রনের জেরে এবার কর্নাটকে রাত্রিকালীন কার্ফু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ ২৮ ডিসেম্বর রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ১০ দিন এই রাত্রিকালীন কার্ফু চলবে কর্নাটকে ৷ রবিবার, স্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রশাসনিক আধিকারিক এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ৷ এ দিন জরুরি ভিত্তিতে ডাকা ওই বৈঠকে কর্নাটকের আয়কর মন্ত্রী আর অশোক, স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জননেন্দ্র,
স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর, মুখ্যসচিব রবি কুমার, স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিক এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷ যে বৈঠকে করোনার নয়া প্রজাতি ওমিক্রনের বাড়তে থাকা সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসকমহল ৷ সেই সঙ্গে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে ৷ তাই সংক্রমণ রুখতে রাত্রিকালীন কার্ফু জারি করছে কর্নাটক প্রশাসন ৷