মরশুমের প্রথম তুষারপাতে ভ্রমণে বিপত্তি। শনিবার থেকে একটানা তুষারপাতে বন্ধ রাস্তা। আবহাওয়া খারাপ থাকায় পূর্ব সিকিমে বন্ধ সিল্ক রুট। অন্যদিকে, উত্তর সিকিমে ইউমথুম পর্যন্ত যাওয়ার অনুমতি রয়েছে। অর্থাৎ গুরুদোংমার যাওয়ার রাস্তা বন্ধ হওয়ায় বেড়াতে গিয়ে বিপাকে পর্যটকেরা। বেড়াতে গিয়ে তুষারপাতে পূর্ব সিকিমের চাঙ্গু লেক
এলাকাতে আটকে পড়েন প্রায় ৩০০ পর্যটক। তড়িঘড়ি উদ্ধারে পৌঁছায় সেনাবাহিনী। রাতের মধ্যে তাদের সকলকে উদ্ধার করে আর্মি ক্যাম্পে আনা হয়। এর মধ্যে বাংলার বেশ কয়েকজন পর্যটক রয়েছে বলে জানা গিয়েছে। এরমধ্যে রয়েছেন আরামবাদের পৃথা বাগচি ও তাঁর ১২ জন বন্ধুর দল। প্রত্যেকেই সুরক্ষিত আছেন বলে জানিয়েছেন তাদের পরিবার।