কলকাতা

আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর

আজ সন্ধ্যায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, সোমবার থেকে রাজ্যে শুরু হবে বৃষ্টি। চলবে বুধবার পর্যন্ত। বিহারে থাকা ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতার আকাশ থাকবে মেঘলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। পাশাপাশি তাপমাত্রাও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে। বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। বুধবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলিতেও। কলকাতা এবং দুই ২৪ পরগনায় আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।