বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর তরফ থেকে জানানো হল, খুব শীঘ্রই বিশ্বজুড়ে করোনার সুনামি আসতে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দ্রুতগতিতে করোনার ডেল্টা এবং ওমিক্রন স্ট্রেন ছড়িয়ে পড়ছে। যা অবশ্যই আতঙ্কের। এর জেরেই করোনাভাইরাসের সংক্রমণ ও দাপট বাড়ছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । এমন পরিস্থিতি বজায় থাকলে কোভিড মৃত্যুও বাড়বে, দাবি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়িসাস। তিনি বলেন, ‘ওমিক্রনের ট্রান্সমিশন খুব দ্রুত হচ্ছে। এই কারণেই আমার ভয়টা বেশি। একসময় ডেল্টা যেভাবে ছড়িয়ে পড়ছিল, তার চেয়েও দ্রুত হারে ছড়াচ্ছে করোনাভাইরাসের নয়া স্ট্রেন। এতে করোনার সুনামি আসতে পারে।’ তাঁর সংযোজন, ‘এই পরিস্থিতি বজায় থাকলে আবারও বিশ্বের প্রতিটি দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের উপর চাপ বাড়বে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর তরফে জানানো হয়েছে, ‘যে তথ্যগুলি সামনে আসছে তা থেকে স্পষ্ট যে ডেল্টার থেকে তুলনায় অনেক বেশি সংক্রামক। ওমিক্রনের ক্ষেত্রে মাত্র দুই তিনদিনেই সংক্রমণ দ্বিগুণ হচ্ছে। ব্রিটেন এবং আমেরিকাতে এই ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়েছে।’