বাড়ানো হল বিতর্কিত আফস্পার সময়সীমা ৷ বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা করেছে, নাগাল্যান্ড এখনও ‘অশান্ত’ ৷ তাই আজ থেকে আগামী ৬ মাসের জন্য সেখানে কার্যকর থাকবে আফস্পা বা আর্মড ফোর্সেস (স্পেশ্যাল পাওয়ার) অ্যাক্ট৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আজ একটি গেজেট নোটিফিকেশনে জানিয়েছে, নাগাল্যান্ড রাজ্য এমন একটা অস্থির আর বিপজ্জনক অবস্থায় রয়েছে যে সমাজকে রক্ষা করতে সেখানে সেনাবাহিনী দরকার ৷ কেন্দ্রীয় সরকার সমগ্র নাগাল্যান্ড রাজ্যকে ‘অশান্ত এলাকা’ হিসেবে ঘোষণা করছে ৷ তাই ৩০ ডিসেম্বর, ২০২১ থেকে ৩ নম্বর ধারার আর্মড ফোর্সেস (স্পেশ্যাল পাওয়ার) অ্যাক্ট, 1958-এর মেয়াদ বৃদ্ধি করা হল ৷ এই নোটিফিকেশনটি প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব পীষূষ গোয়েল৷ উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর নাগাল্যান্ডের মন জেলায় অসম রাইফেলসের অতর্কিত আক্রমণে মারা যান ১৩জন নিরীহ নাগরিক ৷ আহত হন ১১ জন ৷ এরপর ফের বিতর্ক তৈরি হয় আফস্পা নিয়ে ৷ মুখ্যমন্ত্রী নেইফিউ রিও এই আইন প্রত্যাহারের কথা জানান কেন্দ্রীয় সরকারকে ৷ ২০ ডিসেম্বর নাগাল্যান্ডের বিধানসভায় সর্বসম্মতিক্রমে এই আইন প্রত্যাহার নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷