এবার শিয়ালদা ডিভিশনে রেলের অফিসেও থাবা বসাল ওমিক্রন। সূত্র মারফত জানা গিয়েছে, শিয়ালদা ডিভিশনের এক রেলকর্মী কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। ওই ডিভিশনে শতাধিক কর্মী করোনায় আক্রান্ত। যাদের সকলের জিনোম সিকোয়েন্সিং টেস্টের জন্য পাঠানো হয়েছে নমুনা। যার মধ্যে একজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। এই মুহূর্তে ওই রেল কর্মীকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, কয়েকদিন আগেই সিগন্যাল ও টেলিকম বিভাগের ওই কর্মী কোভিডে আক্রান্ত হন। জিনোম সিকোয়েন্সিং-এ নমুনা পাঠালে সেখানে জানা যায় ওই রেলকর্মী করোনার নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত।