বছরের শেষ দিনে অবসর নিলেন সোমেন মিত্র। সোমেন মিত্রের জায়গায় কলকাতার নয়া পুলিস কমিশনার হলেন বিনীত গোয়েল। রাজ্য পুলিসের এসটিএফের এডিজি পদে কর্মরত ছিলেন বিনীত গোয়েল। কলকাতার পুলিস কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন বিনীত গোয়েল। আজ দুপুরেই লালবাজার পৌঁছে যান বিনীত। তার পর দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। দুপুর সওয়া ৩টে নাগাদ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় সৌমেনকে। তার পরই বর্ষশেষের উৎসবমুখর কলকাতার দায়িত্ব গ্রহণ করেন বিনীত। ১৯৯৪ ব্যাচের আইপিএস অফিসার বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বও সামলেছেন আগে। এ ছাড়াও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং দুর্নীতি দমন শাখার দায়িত্ব সামলেছেন বিনীত গোয়েল। কমিশনার হিসেবে সফল সৌমেনের জায়গায় তাঁকে আনা হল। এদিন দায়িত্ব নিয়েই সাংবাদিক বৈঠক করেন বিনীত। তিনি বললেন, ‘সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। কলকাতাকে সুরক্ষিত রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেখানে কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “করোনার জন্য গত দু’বছরে ভোগান্তি হয়েছে। মাঝে একটু শুধরেছিল পরিবেশ। ফের সংক্রমণ যে ভাবে বাড়ছে, তাতে উদ্বেগ বাড়ছে। পুলিশের একার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মানুষের সহযোগিতা প্রয়োজন মাস্ক পরে তবেই বাইরে বেরোন। স্যানিটাইজার ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন।” অন্যদিকে অবসর নিলেও, এখনই সৌমেনকে ছাড়ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় সুষ্ঠু ভাবে ভোটের কাজ করার জন্য সৌমেন মিত্রের প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, অবসরের পর তাঁকে অফিসার অন স্পেশ্যাল ডিউটি নিয়োগ করা হচ্ছে।
https://twitter.com/KolkataPolice/status/1476898639771410433