নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তে দিঘায় পর্যটকদের ভিড় ৷ তবে, কোভিডবিধি যাতে কোনওভাবে লঙ্ঘিত না হয়, তার জন্য পুলিশ প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে ৷ মাস্ক না পরে কোনও পর্যটককে ঘুরতে দেখলেই ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ ৷ করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে ৷ তবে, সংক্রমণের ভয়কে উপেক্ষা করেই পর্যটকরা ভিড় করছেন ৷ তবে, হোটেলগুলিতে যাতে কোভিডবিধি মানা হয়, সেদিকে কড়া নজর রাখছে জেলা প্রশাসন ৷ চলছে পুলিশি নজরদারি ৷ এরপরও কাজ না হলে গ্রেফতার করা হচ্ছে বেপরোয়া পর্যটকদের। শুক্রবার দিঘা ও মন্দারমণি কোস্টাল থানার পুলিশ গ্রেফতার করেছে এমন ৩০ জনকে। তাঁরা প্রত্যেকেই পর্যটক বলে জানিয়েছে পুলিশ। বিপর্যয় মোকাবিলা আইনে মামলাও দায়ের করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। পরে থানা থেকে ব্যক্তিগত জামিনে ছেড়েও দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাপক ভিড়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মোতায়েনে করা হয়েছে বাড়তি পুলিশ। বাড়ানো হয়েছে মহিলা পুলিশকর্মীর সংখ্যাও। ড্রোনের সাহায্যেও নজরদারি চলছে। নাকা চেকিং চলছে আন্তঃরাজ্য সীমান্তগুলি সহ জেলা জুড়ে। জোর দেওয়া হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে।