দেশ

নতুন বছরে দেশেবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী

 এদিন সকালে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন ভারতীয় রাজনীতির দুই প্রধান ব্যক্তিত্ব ৷ প্রথমজন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দ্বিতীয়জন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতিও। এদিন প্রধানমন্ত্রী বলেন, দেশ হিসেবে ভারত যাতে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছতে পারে সেই আশা রাখছি ৷ নতুন বছরে সবার শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘‘শুভ ২০২২, নতুন এই বছর সবার জীবনে আনন্দ এবং সুস্বাস্থ্য নিয়ে আসবে ৷ আমরা যেন অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছতে পারি ৷ আর আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নপূরণ করতে আরও পরিশ্রম করতে পারি ৷’’ বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর শুভেচ্ছায় সমৃদ্ধির বার্তা দিয়েছেন ৷ তিনি লেখেন, ‘‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই ! আশা করি ২০২২ আপনাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে ৷ আপনাদের সকল স্বপ্নপূরণ হোক ৷ যেভাবেই দিনটিকে উদযাপন করুন না কেন, কোভিডবিধিগুলি পালন করলে ভুলবেন না ৷’’ রাষ্ট্রপতি ভবনের তরফে ইংরেজি নববর্ষের শুভেচ্ছায় বলা হয়েছে, ‘‘সবাইকে শুভ নববর্ষ ! আসুন আমাদের সমাজ ও দেশের সর্বাত্মক অগ্রগতির সূচনার সংকল্প নিয়ে নতুন বছরকে স্বাগত জানাই ৷ আশা করি নববর্ষ ২০২২ আমাদের সবার জীবনে আনন্দ, সুস্বাস্থ্য, সাফল্য এবং শান্তি নিয়ে আসুক ৷’’