জেলা

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় আহত দুই মৎস্যজীবি

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখ থেকে ফিরলেন তিন মৎস্যজীবী ৷ বাঘের থাবায় জখম হলেন তাঁদের মধ্যে দু’জন ৷ আহত দুই মৎস্যজীবীর নাম অমল দণ্ডপাট এবং খোকন মুণ্ডা ৷ তাঁদের সঙ্গে ছিলেন দীপক মণ্ডল ৷ অসীম সাহসে বাঘের সঙ্গে লড়াই করে তাকে জঙ্গলে ফেরালেন তিন মৎস্যজীবী ৷ সম্পূর্ণ অক্ষত না হলেও নিজেদের প্রাণটুকু রক্ষা করতে পারলেন তাঁরা ৷ সুন্দরবনের রংমারি খাঁড়ির ঘটনা ৷ জানা গিয়েছে, আহত দুই মৎস্যজীবী দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ উপকূল থানা এলাকার নগেনাবাদ গ্রামের বাসিন্দা ৷ শুক্রবার সন্ধ্য়ায় বেণীফিলির জঙ্গলের ভিতর রংমারি খাঁড়িতে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা ৷ দীপক মণ্ডলও সেই দলে ছিলেন ৷ খাঁড়ির মধ্যে দিয়েই এগিয়ে চলেছিল তাঁদের নৌকা ৷ সেই সময় হঠাৎই জঙ্গল থেকে সরাসরি নৌকায় ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ ৷ নৌকায় লাফিয়ে নামার পরই বাঘটি অমল দণ্ডপাটের উপর হামলার চালায় ৷ বাঘের নখে অমলের মাথায় ও মুখে গভীর ক্ষত তৈরি হয় ৷ সেই সময় অমল হাত দিয়ে বাঘের মুখ চেপে ধরেন ! ফলে বাঘটি চেষ্টা করলেও তাঁর ঘাড়ে কামড় বসাতে পারেনি ! তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন বাকি দুই সঙ্গী ৷ তাতে বাঘের হামলার মুখে পড়তে হয় খোকন মুণ্ডাকেও ৷ এরপর দীপক মণ্ডল মোটা লাঠি নিয়ে কার্যত বাঘকে ঠ্যাঙাতে শুরু করেন ! একটু সামলে নিয়ে বাকি দুই আক্রান্তও বাঘকে নৌকা থেকে তাড়াতে তেড়ে যান ৷ তাতেই প্রাণ বাঁচে তিন মৎস্যজীবীর ৷