সন্ধ্যে ৭টা পর্যন্ত ট্রেন। এই বিষয়টি নিয়ে ধন্দে বহু নিত্যযাত্রীরাই। গতকাল বিকেলে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ঘোষণা করেন, সন্ধ্যে ৭টায় ছাড়বে লাস্ট লোকাল। তারপরই নানা প্রশ্ন উঠেছে অনেকের মনেই। সাতটা মানে প্রান্তিক স্টেশন না কী আপনার বাড়ির সামনে স্টেশন? এই সময় কোন স্টেশনের জন্য তা নিয়ে রাস্তঘাটে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এমনকী এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম মিমও বানানো হচ্ছে। চলছে মশকরাও। ফলে বাধ্য হয়েই আজ, সোমবার পুরো বিষয়টির খোলসা
করে সম্পূর্ণ ব্যাখ্যা দিল রেল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, প্রান্তিক স্টেশনগুলি থেকে সন্ধ্যে ৭টায় ট্রেন ছাড়া হবে। যদি দেখা যায় যে হাওড়া থেকে সন্ধ্যে ৭টায় কোনও বর্ধমান লোকাল রয়েছে, তাহলে তা ওই সময়েই ছাড়বে এবং বর্ধমানে পৌঁছবে। বর্ধমান থেকে হাওড়াগামী ট্রেনের ক্ষেত্রেও একই ব্যাপার হবে। সেখান থেকেও সন্ধ্যে ৭টায় লাস্ট লোকাল ছাড়বে। হাওড়ার পাশাপাশি একই নিয়ম শিয়ালদহের সমস্ত লাস্ট লোকালেরই ক্ষেত্রেও হবে।