কলকাতায় বাড়ল মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা। সোমবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানালেন, কলকাতায় মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫। এর মধ্যে বেশকিছু কনটেনমেন্ট জোনও রয়েছে। সোমবার রাত থেকেই এই মাইক্রো কনটেনমেন্ট জোনগুলি কার্যকর করতে বিজ্ঞপ্তি জারি করছে কলকাতা পুরসভা। জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশকেও। এদিন মেয়র ফিরহাদ হাকিম এও জানান, ফ্ল্যাট, আবাসন, বাড়ি কিংবা হস্টেলের ৪-৫ জন করোনা আক্রান্ত হলেই সেটিকে মাইক্রো কনটেনমেন্ট জোন বা কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি জারি হওয়ার পর দেখা গিয়েছে, অধিকাংশ কনটেনমেন্ট জোন রয়েছে মানিকতলা, ফুলবাগান, কাকুড়গাছি, প্রগতি, ট্যাংরা, আরবানা-সহ একাধিক এলাকায়। এর পাশাপাশি উত্তর ২৪ পরগনার জেলাশাসক জানিয়েছেন, নিউটাউন, দমদম, বিধাননগরেও চিহ্নিত করা হচ্ছে মাইক্রো কনটেনমেন্ট জোন।