ফের করোনার থাবা খড়গপুর আইআইটিতে ৷ একসঙ্গে প্রায় ৩০ জন পড়ুয়া আক্রান্ত। সূত্রের খবর, এসব পড়ুয়াদের আলাদা করে রেখে বারবার পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে । গত ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত খড়গপুর আইআইটিতে প্রবেশ করেছিলেন প্রায় সাড়ে তিন হাজার পড়ুয়া । যার মধ্যে বেশিরভাগই ছিলেন বি টেক দ্বিতীয়বর্ষের । তাঁরা এই প্রথম শিক্ষাঙ্গনে প্রবেশ করেছেন এবং তাঁদের মধ্যে থেকেই এই কোভিড পজিটিভ দেখা দিয়েছে বলে খবর । আইআইটি সূত্র অনুযায়ী, এই সাড়ে তিন হাজার পড়ুয়া অবশ্য তাঁদের করোনার ভ্যাকসিনের দু’টি ডোজের সার্টিফিকেট এবং আরটিপিসির টেস্টের নেগেটিভ রিপোর্ট জমা দেন ৷ এরপর তাঁদের জেলা স্বাস্থ্য দফতর থেকে কোভিডের পরীক্ষা করানো হয় ৷ তখনই দু’জনের পজিটিভ রিপোর্ট আসে ৷ সেখান থেকেই উদ্বেগ ছড়াতে শুরু করে ৷ তারই মধ্যে আরও ২৮ জনের সংক্রমণের পজিটিভ রিপোর্ট আসে ৷ যদিও এই কোভিড পজিটিভ পড়ুয়াদের বেশিরভাগই হল উপসর্গহীন । আইআইটি তরফের খবর, তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং সেই পড়ুয়াদের আলাদা করে নিভৃতবাসে রাখা হয়েছে । তাঁদের ব়্যানডম টেস্ট করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ।