করোনায় আক্রান্ত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। টুইট করে সে কথা নিজেই জানিয়েছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘২৭ ডিসেম্বর মুম্বইয়ে থাকাকালীন কিছু মৃদু উপসর্গ ছিল। কিন্তু করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এর পর ৩০ ডিসেম্বর কলকাতায় ফিরি। ২ জানুয়ারির মধ্যে আর কোনও উপসর্গ ছিল না। কিন্তু আগের দিন একটি রুটিন টেস্ট করিয়েছিলাম। এখন তার রিপোর্ট পজিটিভ এসেছে।’ পরমব্রত জানিয়েছেন, তিন দিন পর আবার করোনা পরীক্ষা করাবেন তিনি। আপাতত অভিনেতা বাড়িতেই নিভৃতবাসে থাকবেন বলে মনে করা হচ্ছে।