জেলা

করোনার জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কামারপুকুর মঠ ও মিশন

 কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল কামারপুকুর মঠ ও মিশন। এই মর্মে নোটিস জারি করেছে মঠ ও মিশন কর্তৃপক্ষ। আজ ১০ জানুয়ারি থেকেই এই নোটিস কার্যকর হচ্ছে। নোটিস জারি করে মঠ ও মিশনে পুণ্যার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। নোটিসে বলা হয়েছে, করোনা পরিস্থিতির জন্য সোমবার থেকে কামারপুকুর মঠ ও মিশনে ভক্তদের দর্শন ও মন্দিরে প্রবেশ বন্ধ থাকবে। যত দিন পর্যন্ত না পরিস্থতি নিয়ন্ত্রণে আসছে, ততদিন পর্যন্ত মঠ বন্ধ-ই থাকবে। পরিস্থিতি অনুকূল হলে ফের মঠ ও মিশন দর্শনের দিন ভক্তদের জানানো হবে বলে বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ। আবার মঠ বন্ধ হয়ে যাওয়ায় মনখারাপ এলাকার ছোট-বড় সমস্ত ব্যবসায়ীদের।