দেশ

উত্তরপ্রদেশে ভোটের মুখে বড় ভাঙন যোগীর গড়ে, এক মন্ত্রী সহ ৩ বিধায়ক যোগ দিলেন সপাতে

বিধানসভার ভোট ঘোষণা হওয়ার পর উত্তরপ্রদেশের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যখন ব্যস্ত বিজেপি, ঠিক সেই সময় গেরুয়া শিবিরকে অস্বস্তির মধ্যে ফেলে দিলেন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার অন্যতম সদস্য স্বামী প্রসাদ মৌর্য ৷ তিনি বিজেপি ছেড়ে যোগ দিলেন সমাজবাদী পার্টিতে ৷ তিনি যোগী সরকারের শ্রমমন্ত্রী ছিলেন ৷ মঙ্গলবারই তিনি সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে দলবদল করেন ৷ পাশাপাশি এদিনই দল ছাড়েন বিজেপির আরও তিন বিধায়ক ৷ ভগবতী সাগর, ব্রিজেশ প্রজাপতি ও রোশন লাল নামে তিন মৌর্য অনুগামী বিধায়কও বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন ৷দল ছাড়ার আগে মৌর্য তোপ দেগেছেন যোগীর বিরুদ্ধে ৷ নিজের পদত্যাগপত্রে লিখেছেন, ‘‘আদর্শগত পার্থক্য থাকলেও যোগী আদিত্যনাথের ক্যাবিনেটে কাজ করেছি ৷’’ পাশাপাশি দলত্যাগের কারণ হিসেবে তিনি সরাসরি কাঠগড়ায় তুলেছেন বিজেপিকে ৷ পদত্যাগ পত্রে লিখেছেন, ‘‘দলিত, পিছিয়ে পড়া জাতি, কৃষক, বেকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রতি দল অবহেলা করে ৷ তাই পদত্যাগ করলাম ৷’’ স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবির ৷