বিধানসভার ভোট ঘোষণা হওয়ার পর উত্তরপ্রদেশের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যখন ব্যস্ত বিজেপি, ঠিক সেই সময় গেরুয়া শিবিরকে অস্বস্তির মধ্যে ফেলে দিলেন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার অন্যতম সদস্য স্বামী প্রসাদ মৌর্য ৷ তিনি বিজেপি ছেড়ে যোগ দিলেন সমাজবাদী পার্টিতে ৷ তিনি যোগী সরকারের শ্রমমন্ত্রী ছিলেন ৷ মঙ্গলবারই তিনি সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে দলবদল করেন ৷ পাশাপাশি এদিনই দল ছাড়েন বিজেপির আরও তিন বিধায়ক ৷ ভগবতী সাগর, ব্রিজেশ প্রজাপতি ও রোশন লাল নামে তিন মৌর্য অনুগামী বিধায়কও বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন ৷দল ছাড়ার আগে মৌর্য তোপ দেগেছেন যোগীর বিরুদ্ধে ৷ নিজের পদত্যাগপত্রে লিখেছেন, ‘‘আদর্শগত পার্থক্য থাকলেও যোগী আদিত্যনাথের ক্যাবিনেটে কাজ করেছি ৷’’ পাশাপাশি দলত্যাগের কারণ হিসেবে তিনি সরাসরি কাঠগড়ায় তুলেছেন বিজেপিকে ৷ পদত্যাগ পত্রে লিখেছেন, ‘‘দলিত, পিছিয়ে পড়া জাতি, কৃষক, বেকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রতি দল অবহেলা করে ৷ তাই পদত্যাগ করলাম ৷’’ স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবির ৷