আগামী মাসেই বিধানসভা ভোট রয়েছে গোয়ায় ৷ গোয়ায় শাসকদল বিজেপিকে রুখতে কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে জোট গড়ার ইঙ্গিত দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ৷ সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, গোয়ায় জোট গড়তে কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে কথা চলছে ৷ মঙ্গলবার তিনি বলেন, ” বিজেপিকে হারাতে সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে একসঙ্গে লড়তে চাই ৷ ” এর জন্য তিনি অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে কথা বলার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন ৷ এই বিষয়ে এনসিপি নেতা প্রফুল প্যাটেল, শিবসেনা নেতা সঞ্জয় রাউত কংগ্রেসের সঙ্গে কথা বলেছেন বলেও এনসিপি প্রধান জানান ৷ গোয়ার নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে পাওয়ার বলেন, “আমাদের একটাই লক্ষ্য যেভাবেই হোক বিজেপিকে পরাস্ত করতে হবে ৷ গোয়ায় পরিবর্তন প্রয়োজন ৷ ক্ষমতা থেকে বিজেপিকে হটানোই আমাদের প্রধান লক্ষ্য ৷ ” তিনি আরও বলেন, “গোয়ায় নির্বাচনে বিজেপি সাম্প্রদায়িকতাকে সামনে রেখেই লড়বে ৷ তবে আমি নিশ্চিত সাধারণ মানুষ তা গ্রহণ করবে না ৷ “