দেশ

অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে ৫ সদস্যের প্যানেল গঠন করল সুপ্রিমকোর্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পঞ্জাব সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে, বুধবার সুপ্রিম কোর্ট পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কমিটির নেতৃত্বে থাকবেন শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা। প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই আদেশ দিয়েছে। শীর্ষ আদালতের আদেশ অনুসারে, পাঁচ সদস্যের প্যানেলে বিচারপতি (অব.) ইন্দু মালহোত্রা, আইজি, জাতীয় তদন্ত সংস্থার(এনআইএ) ডিরেক্টর জেনারেল, ডিরেক্টর জেনারেল সিকিউরিটি পঞ্জাবের এবং পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল থাকবেন।  সুপ্রিম কোর্ট, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিচারপতি ইন্দু মালহোত্রার কাছে প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।