গত কয়েকদিনে তাঁদের শীর্ষ নেতাদের অনেকে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন ৷ এবার পাল্টা দিয়ে সপা-র মার্গদর্শক মুলায়ম সিং যাদবের ঘরে হানা দিচ্ছে গেরুয়া শিবির ৷ বিশ্বস্ত সূত্রের খবর, বিজেপিতে যোগ দিতে চলেছেন মুলায়মের পুত্রবধূ অপর্ণা যাদব ৷ মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা৷ সূত্রের মারফৎ জানা গিয়েছে যে, কিছুদিন ধরেই গেরুয়া শিবিরের সঙ্গে কথাবার্তা চলছিল অপর্ণা যাদবের ৷ এবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে সমঝোতায় পৌঁছেছে দু পক্ষই ৷ শিগগিরই মুলায়ম সিং যাদবের ছোটি বহু বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে ৷