উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমহণীতে সোমবার ট্রেন দুর্ঘটনার তদন্তে এল রাজ্য সরকারের ফরেন্সিক টিম। এদিন তিন সদস্যের এই দল ঘটনাস্থলে পৌঁছোয়। কলকাতার বেলগাছিয়ার ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে এসেছেন দলের প্রধান চিত্রাক্ষ সরকার সহ তিন সদস্যের ওই দল। তাঁরা কোভিড পরিস্থিতির কারনে রীতিমত নিজেদের পিপি কিট পরে ঘটনাস্থলে আসেন। তাঁরা দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির উলটে থাকা বগিগুলির বিভিন্ন যন্ত্রাংশ খুঁটিয়ে পরীক্ষা করে দেখার পাশাপাশি ছবি ও ভিডিও করে রাখেন। দীর্ঘক্ষন ধরে তাঁরা এই কাজ করে গেলেও তদন্তের স্বার্থে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। যদিও ট্রেনটির ইঞ্জিনের ত্রুটির কারনেই যে এই দুর্ঘটনা ঘটেছে তা রেলমন্ত্রী নিজেই জানিয়ে দিয়েছেন। তাই ফরেন্সিক টিমের তদন্তে নতুন কোন তথ্য সামনে উঠে আসে সেটাই এখন দেখার।