আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে জাতীয় ছুটি উপলক্ষে কলকাতার মেট্রো পরিষেবায় কিছুটা কাটছাঁট করা হবে ৷ ওই দিন আপ-ডাউন মিলিয়ে মোট ১৩৮টি (৬৯টি আপ ও ৬৯টি ডাউন) ট্রেন চলবে ৷ অন্যান্য দিন সংখ্যাটা থাকে ২০৪ ৷ এছাড়াও, আগামী ২৬ জানুয়ারি মোট ১৩৮টি ট্রেনের মধ্যে ১৩৩টি চলাচল করবে (৬৫টি আপ ও ৬৮ টি ডাউন) কবি সুভাষ মেট্রো স্টেশন ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে ৷ সোমবার এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ তাতে বলা হয়েছে, ২৬ জানুয়ারি দিনের প্রথম পরিষেবা শুরু হবে সকাল ৭টায় ৷ দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষ স্টেশনের দিকে দিনের প্রথম মেট্রো চলবে সকাল ৭টায় ৷ অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৪৮ মিনিটে ৷ দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টায় ৷ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে জন্য দিনের শেষ মেট্রোও ছাড়বে রাত ৯টায় ৷ তবে, ওই দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় কোনও রদবদল করা হচ্ছে না ৷