অবশেষ দূর হল সংশয় ৷ ২০২০ সালের পর এবছর ফের হচ্ছে বইমেলা ৷ তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ৩১ জানুয়ারির পরিবর্তে বইমেলার তারিখ নির্ধারিত হয়েছে ২৮ ফেব্রুয়ারি ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে গিল্ড ৷ দেরিতে হলেও বইমেলা হচ্ছে এটা জেনেই খুশি বই প্রেমিকরা ৷ সাধারণত জানুয়ারির শেষের দিকেই এক সপ্তাহ ধরে বইমেলা চলে। কিন্তু এবার ভোটের কারণে সেই সূচিতে বদল আনা হয়েছে। সূত্রের খবর, ৩১ জানুয়ারি থেকে মেলা শুরু হলে বিধাননগরের ভোট সংক্রান্ত যে নির্বাচনী বিধি তার একটা সংঘাত হচ্ছে। অর্থাৎ ভোটের আদর্শ আচরণবিধি থাকবে সেই সময়। তাই মেলা পিছোনোর আবেদন জানিয়েছিল গিল্ড। সেই আবেদনে সাড়া মিলেছে। ২৮ ফেব্রুয়ারি সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে বই মেলা শুরু হচ্ছে। সম্প্রতি নবান্ন কোভিডের বিধিনিষেধ সংক্রান্ত যে নির্দেশিকা জারি করে সেখানে জানিয়ে দিয়েছিল মেলা নিয়ে কোনও নিষেধাজ্ঞা রাজ্যের নেই। শুধুমাত্র খোলা আকাশের নিচে মেলার আয়োজন করতে হবে। একইসঙ্গে মানতে হবে স্বাস্থ্যবিধি। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা অত্যাবশ্যক। ফলে সেই সময়ই একটা ধারণা তৈরি হয়েছিল বইমেলা হয়ত বন্ধ হবে না। সোমবার গিল্ডের নয়া ঘোষণায় সেই ধারণায় অবশেষে সিলমোহর পড়ল।