সংক্রমণ কমে ৯ হাজারের নামতেই করোনা বিধিনিষেধ আরও শিথিল করল রাজ্য সরকার ৷ জিম, যাত্রা এবং ছবির শুটিংয়ে শিথিলতা এনে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন ৷ নয়া নির্দেশিকায় ৫০ শতাংশ হাজিরা নিয়ে রাত ৯টা পর্যন্ত জিম খোলা রাখার নির্দেশ যেমন দেওয়া হয়েছে। একই সঙ্গে জিমের প্রশিক্ষক এবং ব্যবহারকারীদের করোনার টিকার দু’টি ডোজই নেওয়া থাকতে হবে৷ অথবা তাঁদের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকতে হবে৷ এর পাশাপাশি যাত্রা এবং সিনেমা ও টেলিভিশনের শ্যুটিংয়েও কড়াকড়ি শিথিল করা হয়েছে৷ নতুন নির্দেশিকা অনুযায়ী, রাত ৯ টা পর্যন্ত যাত্রার আয়োজন করা চলবে৷ কিন্তু খোলামেলা পরিবেশে পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে যাত্রা দেখানো যেতে পারে৷ আর কোনও প্রেক্ষাগৃহের ক্ষেত্রে মোট ধারণ ক্ষমতার পঞ্চাশ শতাংশ অথবা সর্বাধিক দুশো জন দর্শক নিয়ে যাত্রা দেখানো যাবে৷ সিনেমা এবং টেলিভিশনের শ্যুটিংয়ের ক্ষেত্রেও শারীরিক দূরত্ব এবং করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে আউটডোর শ্যুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে৷ রাজ্য সরকারের এই নির্দেশিকায় স্বস্তির নিশ্বাস ফেলল টলিপাড়া ৷ তেমনই জিম মালিকদের মুখেও হাসি ফিরল ৷ আগামীকাল, ১৮ জানুয়ারি থেকে এই নতুন ছাড়গুলি কার্যকর হবে৷ আগামিকাল থেকে নতুন এই নির্দেশিকা কার্যকর হচ্ছে ৷ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে বেড়েছে কোভিড গাইডলাইনের সময়সীমা ।
একনজরে দেখে নিন রাজ্য সরকারের নয়া নির্দেশিকায় গুলি –
- ৫০ শতাংশ হাজিরা নিয়ে রাত 9টা পর্যন্ত খোলা রাখা যেতে পারে জিম ৷ তবে সেক্ষেত্রে সকল কর্মীর সম্পূর্ণ টিকাকরণ এবং আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক ৷
- আউটডোরে কঠোর বিধিনিষেধ মেনে ৫০ শতাংশ হাজিরা নিয়ে মঞ্চস্থ করা যেতে পারে যাত্রানুষ্ঠান ৷ তবে ইন্ডোর ভেন্যুতে যাত্রা মঞ্চস্থ হলে সর্বোচ্চ ২০০ জন বা ধারণক্ষমতার ৫০ শতাংশের (দু’টোর মধ্যে যেটা কম) অনুমোদনের ব্যবস্থা করতে হবে ৷
- শারীরিক দূরত্ববিধি মেনে এবং কোভিড-বিধি পালন করে সিনেমার আউটডোর শুটিং এবং ধারাবাহিকের শুটিং চালু করা যেতে পারে ৷