কলকাতা

পড়ুয়াদের অনলাইন প্রশিক্ষণের সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

করোনা অতিমারির তৃতীয় ঢেউয়ের ফলে ফের একবার অনলাইন মাধ্যমেই শুরু হয়েছে সব শ্রেণির পঠনপাঠন। বাড়িতে বসে অনলাইনে পড়াশোনা করতে পড়ুয়াদের যাতে কোনও রকমের সমস্যা না হয়, সেই জন্য সোমবার থেকে ফের একবার দূরভাষের মাধ্যমে পড়ুয়াদের পড়াশোনা সংক্রান্ত সমস্যার সমাধানের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। টোল ফ্রি নম্বর ১৮০০ ১২৩ ২৮২৩ নম্বরে ফোন করে যে কোনও বিষয়ে নিজেদের সমস্যার কথা জানাতে পারবে পড়ুয়ারা। অভিজ্ঞ শিক্ষকরা সেই সমস্যার সমাধান করবেন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পরিচালনায় এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা আগামী ২ এপ্রিল থেকে। পরীক্ষা হবে কি না, তা সম্পূর্ণভাবে নির্ভর করবে সেই সময় রাজ্যের করোনা পরিস্থিতির উপর। যে সকল পড়ুয়ারা এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে তাঁদের জন্য অনলাইন প্র্যাক্টিক্যাল ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই প্রক্রিয়ার মাধ্যমে প্র্যাক্টিক্যাল ক্লাসের ভিডিয়ো ছোট ছোট মডিউলে ভাগ করে বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করা হবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন, “করোনার তৃতীয় ঢেউয়ের কারণে স্কুল খোলার পর মাত্র কয়েকদিনের মধ্যে ফের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে, যে সকল পড়ুয়ারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে তারা ঠিক করে প্র্যাক্টিক্যাল ক্লাস করার সুযোগ পায়নি। ফলে ভার্চুয়াল পদ্ধতিতে এই ক্লাস করানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ভিডিয়োগুলি বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করা হবে। পড়ুয়ারা এই ভিডিয়োগুলি দেখে নিজেদের প্র্যাক্টিক্যাল ক্লাসের জন্য নিজেদের তৈরি করতে পারবে।” এই ভিডিয়োগুলিতে কীভাবে পরীক্ষা-নিরিক্ষাগুলি করা হচ্ছে ও তার কী ফলাফল বেরোচ্ছে তা ভিডিয়োর মাধ্যমে ভালো করে বোঝানো হবে পড়ুয়াদের। ফলে পরীক্ষার সময় এই পরীক্ষা-নিরিক্ষাগুলি সঠিকভাবে করতে কোনও সমস্যার মুখে পড়তে হবে না পড়ুয়াদের। এমনটাই দাবি করেন সংসদ সভাপতি। বর্তমানে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট পর্ব। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত লেট ফি ছাড়া এনরোলমেন্ট ফর্ম জমা করার সুযোগ রয়েছে পড়ুয়াদের সামনে। এছাড়াও, ২৪ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত লেট ফি দিয়ে এনরোলমেন্ট ফর্ম জমা করা যাবে। এছাড়াও, অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফি জমা করা যাবে। বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।