দেশ

ভারতে বিনিয়োগের এটাই সেরা সময়, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বললেন প্রধানমন্ত্রী

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে করোনার তৃতীয় ঢেউ ৷ এই অবস্থায় অর্থনৈতিক গতি সচল রাখাই চ্যালেঞ্জ ৷ আর সেই চ্যালেঞ্জের মোকাবিলায় ভারত যে সফল, বিশ্বকে সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভার্চুয়াল মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চ থেকে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, করোনার তৃতীয় ঢেউ দক্ষ হাতে সামলানোর পাশাপাশি ভারত অর্থনৈতিক দিক থেকেও তার সমৃদ্ধি বজায় রেখে চলেছে ৷ একইসঙ্গে বিশ্বের তাবড় শিল্পপতি এবং বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে মোদির

বার্তা, ভারতে বিনিয়োগের এটাই সেরা সময় ৷ বিশ্ব অর্থনৈতিক ফোরামের আশা চলতি বছরেই বিশ্বজুড়ে শেষ হবে মহামারী পরিস্থিতি ৷ তবে ভাইরাসের জেরে বিশ্বজুড়ে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার সমাধানের পথ খুঁজতেই আয়োজিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ দাভোস কর্মসূচি ৷ সেখানে এদিন ভার্চুয়াল মাধ্য়মে তাঁর ভাষণে দেশের প্রধানমন্ত্রী বলেন, এক বিশ্ব এক শরীর এই ভিশনকে সামনে রেখে ভারত বিশ্বের বিভিন্ন দেশে টিকা এবং ওষুধ সরবরাহ করে চলেছে এবং কোটি-কোটি মানুষের প্রাণ রক্ষায় শরিক হয়েছে ৷ প্রধানমন্ত্রী এও বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ বাকি বিশ্বকে এক তোড়া আশা উপহার দিয়েছে ৷ বর্তমানে ভারত সঠিক উপায়ে সংস্কারের দিকে মনোনিবেশ করছে উল্লেখ করে মোদি বলেন, ভারতে বিনিয়োগের এটাই সেরা সময়। কারণ হিসেবে মোদি বলেন, “ব্যবসায় সরকারি হস্তক্ষেপ কমিয়ে আমরা আজ ভারতবর্ষকে ব্য়বসার আদর্শ গড়ে তুলেছি ৷” 

একনজরে দেখে নেওয়া যাক কী কী বললেন প্রধানমন্ত্রী 

  • করোনার আরও একটি ঢেউয়ের মোকাবিলা করছে
  • একই সঙ্গে হাজারো প্রতিকূলতা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রেও এগিয়ে চলেছে ভারত
  • এক বছরে দেশবাসীকে ১৬০ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে
  • বিশ্বে কাছে ভারতের গণতন্ত্র উদাহরণ স্বরূপ
  • করোনার সময় ভারত অনেক দেশকে ভ্যাকসিন, ওষুধ দিয়েছে
  • বিশ্বের তৃতীয় বৃহত্তম ওষুধ প্রস্তুতকারক দেশ ভারত
  • ভারতের সামর্থ্য গোটা বিশ্বের কাছে একটা উদাহরণ
  • করোনাকালে আইটি সেক্টরের লোকেরা ২৪ ঘণ্টা কাজ করে অনেক দেশকে সাহায্য করেছেন
  • ৫০ লক্ষেরও বেশি সফটওয়্যার ডেফেলপার ভারতে কাজ করছেন
  • ৬ মাসে ১০ হাজারের বেশি স্টার্ট আপ রেজিস্টার্ড হয়েছে