বিনোদন

প্রয়াত প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ

প্রয়াত হলেন প্রবীণ প্রখ্যাত কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ ৷ বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ হাসপাতাল থেকেই না-ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি কার্টুনিস্ট ৷ ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে-ফন্টে’, ‘বাঁটুল দি গ্রেট’ এবং ‘ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু’র মত বিভিন্ন কালজয়ী কমিকসের স্রষ্টা তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর ৷ আজ সকাল ১০টা ১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ ৷ ২৫ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ এদিন সকালে হঠাৎ করেই বিশিষ্ট এই কমিকস স্রষ্টার শারিরীক অবস্থার অবনতি হয় ৷ তারপর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না-ফেরার দেশে চলে যান কিংবদন্তি এই কার্টুনিস্ট ৷  ২০১৩ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত করা হয়। দিন কয়েক আগে

হাসপাতালের বেডেই তাঁর হাতে কেন্দ্রের তরফে ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ও স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা।দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এই প্রবীণ শিল্পী। এর আগেও একাধিক বার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গত বছর জানুয়ারিতেও নারায়ণ দেবনাথ হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু এ বারের সমস্যা ডাক্তারদের চোখে আরও গুরুতর বলে মনে হয়েছিল। কিডনি ঠিকমতো কাজ করছিল না। ফুসফুসেও জল জমছিল। চিকিৎসায় যাতে ত্রুটি না থাকে, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলা কমিকের প্রবাদপ্রতিম স্রষ্টার জন্য বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল টিমও গড়া হয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, গত কয়েক দিন ধরে বাইপ্যাপ সাপোর্টেই ছিলেন নারায়ণ দেবনাথ। কিন্তু শরীরে অক্সিজেন মাত্রা ক্রমশ কমতে থাকায়, মেডিক্যাল বোর্ড তাঁকে ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত নেয়।  কিন্তু শেষ রক্ষা হল না। নারায়ণ দেবনাথের প্রয়াণে শোকবার্তা জানালেন মুখ্যমন্ত্রী।