দিল্লির রাজপথে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে বাংলা-সহ একাধিক রাজ্যের ট্যাবলো বাতিল হওয়া নিয়ে ক্রমশ জলঘোলা হচ্ছে। এবার পরিস্থিতি সামলাতে আসরে নামলেন খোদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ৷ সেই চিঠিতে তিনি জানিয়েছেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের ট্যাবলোগুলি বেছে নেওয়া হয় ৷ এবার ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১২টি ট্যাবলো বাছাই করা হয়েছে ৷ প্রতিরক্ষা মন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে চিঠি দিলেন। যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ট্যাবলো নির্বাচনের বিষয়টি কেন্দ্রের হাতে নেই। বিদ্বজ্জনেদের নিরপেক্ষ কমিটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। চিঠিতে প্রতিরক্ষামন্ত্রীর দাবি, রাজ্যের ট্যাবলো বাতিলের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। চিঠিতে রাজনাথ আরও মনে করিয়ে দিয়েছেন, ২০১৬, ২০১৭, ২০১৯ এবং ২০২১ সালে কেন্দ্রে মোদি সরকার থাকাকালীনই সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে স্থান পেয়েছিল বাংলার ট্যাবলো। তবে দু’পাতার ওই চিঠিতে প্রতিরক্ষামন্ত্রী বারবার উল্লেখ করেছেন নেতাজির প্রতি মোদি সরকারের শ্রদ্ধাশীল ভূমিকার কথা ৷ তিনি জানিয়েছেন, নেতাজির জন্মদিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছেন ৷ এই বছর সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানও শুরু হচ্ছে নেতাজির জন্মদিবস ২৩ জানুয়ারি থেকে ৷ মোদি জমানাতেই আইএনএ-র জীবিত সেনানিদের প্যারেডে অংশগ্রহণ করানো হয়েছিল ৷ উল্লেখ্য, এদিন সকালেই এ বিষয় নিয়ে টুইট করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে সেই টুইটের ভাষায় ছিল চ্যালেঞ্জের সুর। বদলে প্রতিরক্ষা মন্ত্রীর চিঠির ভাষা অনেক নরম এবং মার্জিত বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।