কলকাতা

আগামী ২ ফেব্রুয়ারিতে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন

তৃণমূল কংগ্রেসে এবার থেকে নিয়ম করে হবে সাংগঠনিক নির্বাচন। আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঘাসফুল শিবিরের সাংগঠনিক নির্বাচন। ৫ বছর পর এবার সাংগাঠনিক নির্বাচন হবে দলে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তেমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জানুয়ারির ২৫ তারিখের মধ্যে নির্বাচনের প্রতিনিধি এবং পর্যবেক্ষক কারা হবেন, তাও নির্ধারিত হয়ে যাবে বলে জানিয়েছেন পার্থবাবু। মহাসচিব আরও জানান, ডেলিগেট যারা হবে তারাই হবে ভোটার।

 সূত্রে খবর, সাংগঠনিক নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব সামলাবেন পার্থবাবু নিজেই। প্রথম দফায় নির্বাচন হবে তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন পদের জন্য। পরের দফায় নির্বাচিত হবে দলের নতুন ওয়ার্কিং কমিটি। তৃণমূল কংগ্রেসের শেষ সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। সুতরাং, পাঁচ বছর পর ফের অনুষ্ঠিত হতে চলেছে ঘাসফুলের সাংগঠনিক নির্বাচন। সূত্রে খবর, ইতিমধ্যেই দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব নিয়ে বিড়ম্বনায় পড়েছে রাজ্যের শাসকদল। মাঝেমধ্যে দলের বিরুদ্ধে বিবৃতি প্রকাশ করে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন দলের কিছু নেতা। অনুমান, দলের মধ্যে এই অন্তর্দ্বন্দ্ব বন্ধ করতে তড়িঘড়ি সাংগঠনিক নির্বাচনের ডাক দিয়েছেন দলের নেতৃত্ব। যদিও মঙ্গলবার এবিষয়ে কোনও মন্ত্যব্য করেন নি পার্থ চট্টোপাধ্যায়।