দেশ

সাড়া মেলেনি কংগ্রেসের, গোয়ার ভোটে এনসিপি-শিবসেনার জোট

মহারাষ্ট্রে জোট করে সরকার চালায় শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও উদ্ধব ঠাকরের শিবসেনা ৷ সেখানে জোটে রয়েছে কংগ্রেসও। কিন্তু সাড়া না মেলায় গোয়ায় কংগ্রেসকে ‘বাদ’ দিয়ে জোট গড়ল সেই এনসিপি ও সেনা। এবার তারা গোয়ার বিধানসভা নির্বাচনে জোট গড়ল ৷ বুধবার দুই দলের তরফে যৌথভাবে এই জোটের কথা ঘোষণা করা হল ৷ যদিও মহারাষ্ট্রের জোটে এনসিপি ও শিবসেনার সঙ্গে কংগ্রেসও আছে ৷ কিন্তু এদিনের ঘোষণায় কংগ্রেস সম্পর্কে একটি শব্দও খরচ করেনি কোনও পক্ষই ৷তবে কয়েকদিন আগে উত্তরপ্রদেশের লখনউয়ে গিয়ে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার জানিয়েছিলেন, গোয়ায় তৃণমূল ও কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা চালাচ্ছে এনসিপি ৷ এদিনের ঘোষণাতেই স্পষ্ট যে সেই জোট বিশবাঁও জলে চলে গিয়েছে৷ এদিন গোয়ায় জোটের ঘোষণা নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় ৷ সেখানে এনসিপির তরফে প্রফুল প্যাটেল ও জীতেন্ত্র আহাদ এবং শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত উপস্থিত ছিলেন ৷রাউত এদিন বিজেপিকে আক্রমণ করেন ৷ মনোহর পর্রীকরের বড় ছেলে উৎপলকে প্রার্থী না করার বিষয় নিয়ে গেরুয়া শিবিরকে খোঁচা দেন ৷ পাশাপাশি জানান, উৎপল নির্দল প্রার্থী হলে, তাঁকে সমর্থন করবে এনসিপি-শিবসেনা ৷